Describe Epithetical Books মেঘ বলেছে যাব যাব
Title | : | মেঘ বলেছে যাব যাব |
Author | : | Humayun Ahmed |
Book Format | : | Hardcover |
Book Edition | : | Special Edition |
Pages | : | Pages: 244 pages |
Published | : | February 1997 by অবসর প্রকাশনা |
Categories | : | Fiction. Romance. Novels |

Humayun Ahmed
Hardcover | Pages: 244 pages Rating: 3.98 | 1350 Users | 42 Reviews
Narration Conducive To Books মেঘ বলেছে যাব যাব
ফ্ল্যাপে লেখ কিছু কথাঃমেঘ বলেছে যাবো।আকাশের মেঘেরা কি কথা বলে? তারা কি যেতে চায় কোথাও? তারা কোথায় যেতে চায়? বর্ষান ঘন কালো আকাশের দিকে তাকিয়ে চিত্রলেখার হঠাৎ এই কথা মনে হল। দশ-বার বছরের কিশোরীর মনে এর রকম একটা চিন্তা আসতে পারে, চিত্রলেখার বয়স পঁচিশ। এ রকম উদ্ভট তার জন্যে স্বাভাবিক নয়। তবুও কেন জানি নিজেকে তার মেঘের মতো মনে হয়। তার কোথায় জানি যেতে ইচ্ছা করে। এ রকম ইচ্ছা তো সব মানুষেরই কবে। সব মানুষের ভেতরই কি তাহলে এক টুকরা মেঘ ঢুকে আছে, যে কেবলি কোথাও যেতে চায়?
ভূমিকাঃ
অনেকদিন থেকে লেখালেখি করতে পারছিলাম না। কাগজ-কলম নিয়ে বসি-ঘন্টাখানিক পার হয় উঠে আসি। কাগজে নানাবিধ চিত্রকলা দেখা যায়। সেইসব চিত্রকর্ম দেখে আমার পুত্র নুহাশ খুব আহ্লাদিত হলেও অন্যরা আমার দিকে কেমন কেমন করে যেন তাকায়। এক সময় লিখতে শুরু করলাম। খুবই অনাগ্রহ দিনে লেখা। যেন আনন্দময় লেখা নয় বিশ্ববিদ্যালয়ে জমা দেবার জন্যে টার্ম পেপার তৈরি করছি। লেখাটা এগোতে লাগল একটু অদ্ভুত ভঙ্গিতে, সবাই প্রথম চ্যাপ্টার লিখে দ্বিতীয় চ্যাপ্টার লেখে তারপর যায় তৃতীয়তে। আমি শুরু করলাম উল্টো দিকে। প্রথম যে চ্যাপ্টারটা লেখা হল-এক সময় সেটা হয়ে গেল সপ্তম চ্যাপ্টার। যা শুরু হল আমাদের ময়মনহিংহের ভাষায় তাকে বলে-“বেরাছেড়া”। এক সময় সেই বেরাছেড়ার সমাপ্তি হল। প্রকাশক বন্ধু আলমগীর রহমান খুশি মনে পাণ্ডুলিপি ছাপতে নিয়ে গেলেন। লেখা কম্পোজ এবং প্রুফ দেখা শেষ হবার পর যখন ছাপা শুরু হবে তখন আমি তাঁকে বললাম- কয়েকটা নাম পাল্টে দিতে হবে। নামগুলো উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে যাচ্ছে না। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সঙ্গত যুক্তি দেখালেন-নামের সঙ্গে চরিত্রের সম্পর্ক কী? একই নাম অথচ চরিত্রের আকাশ-পাতাল পার্থক্য তো সব সময় দেখা যায়। অকাট্য যুক্তি-কিন্তু লেখালেখির জগৎটা হিমুর জগতের মতো যেখানে যুক্তি সব সময় খাটে না। নাম পাল্টানো হল। তখন আমি বললাম, বইয়ের নামও আমি পাল্টেছি। তিনি দ্বিতীয়বার মাথায় হত দিয়ে বসে পড়লেন। কারণ প্রচ্ছদ হয়ে গেছে। আবার নতুন নামে প্রচ্ছদ হল। বই বের হয়ে গেছে। এখন আমার বইয়ের বর্তমান নামটাও পছন্দ হচ্ছে না। মনে হচেছ আগের নামটাই ভালো ছিল। তারচেয়েও মজার ব্যাপার-চরিত্রগুলোর আগে যে নাম ছিল এখন মনে হচেছ সেই নামগুলোই ঠিক ছিল।
হুমায়ূন আহমেদ
৩১ জানুয়ারি’ ৯৭
Present Books As মেঘ বলেছে যাব যাব
Original Title: | মেঘ বলেছে যাব যাব |
ISBN: | 9844150515 (ISBN13: 9789844150515) |
Edition Language: | Bengali |
Rating Epithetical Books মেঘ বলেছে যাব যাব
Ratings: 3.98 From 1350 Users | 42 ReviewsWeigh Up Epithetical Books মেঘ বলেছে যাব যাব
এটা শুধুমাতর একটা মধযবিতত পরিবারের অভাব - অনটন আর বযারথতার কাহিনী নয বনধুতব, ভালোবাসা আরো অনেক নাম না জানা সমপরক নিযে এই গলপ হাসান নামক বেকার যুবকের টাকার অভাব হতে পারে কিনতু সে নিঃসবারথ ও অকৃতরিম ভালোবাসা দিযে সবার মনের উচচ আসনে সথান করে নিতে পারে 😊 অনেক জটিলতা দিযে গলপের শুরু আর সব জটিলতার অবসান ঘটিযে গলপের শেষ... মন খারাপ করিযে দেযার মতো আর আমার মতো যারা একসটরা ইমোশনাল তাদের চোখের কোণে একটু জল ও জমতে পারে..... 😃সুনদর ♥
খুবই আবেগপরবণ একটি উপনযাস উপনযাসটি পরে আমি পুরো একদিন হতাশায ডুবে ছিলাম এবং উপলবধি করতে পেরেছিলাম, একটি লেখকের শকতি কতখানি অবশযই পডবার অনুরোধ রইলো অবশয এটি সিরিযাস পাঠকদের জনয নয আমার মতো সাধারণের জনয একটি অসাধারণ বই

Goodreads আমাকে জিজঞেস করছে, এই বইটি নিযে আমার কী ভাবনা? আমি ভাবলাম ভেবে যেটা পেলাম তা হলো, এই বইটির মূলয আমার কাছে একটি দিক থেকে অনয অনেক নামজাদা বই থেকে অনেক উপরে একজন ভাই তার কোন এক জনমদিনে তারই ছোট বোনের কাছ থেকে একটি বই উপহার পেল এবং বইটির নাম 'মেঘ বলেছে যাব যাব' আশা করি, আমি কারণ হিসেবে যেটা বলতে চাইছি, সেটা এখন অনেক সপষটহুমাযূন আহমেদ লিখবেন এবং আমরা সেটা গোগরাসে গিলবো তারপর তা বেমালুম ভুলে যাবো এবং আবার গলাধঃকরণের জনয নিজেদের পরসতুত করবো এটাই তাঁর সৃষটির অননয দিক NTV তে একটা সময এই উপন
A reminder of why I started reading his books in the first place. I could not think of a single way of critiquing this in a negative way. It had diverse characters with separate individually interesting tales all coming together like puzzle pieces. Even with the bittersweet ending, it felt just right.
এভাবেই হাসানেরা যুগে যুগে ভালবেসে যায, আর তীতলীরা নতুন কাউকে বিযে করে সুখের সংসার করে
4 আর 5 এর মধযে গোল পাকিযে ফেলছি! 4.5★ রাখতে মন চাইছে
0 Comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.